বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫

পার্বত্য চট্টগ্রামে দেখা মিলল দুর্লভ চিতাবাঘের

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : জুন ২৬, ২০২৫, ১২:২৪ পিএম

পার্বত্য চট্টগ্রামে দেখা মিলল দুর্লভ চিতাবাঘের

পার্বত্য চট্টগ্রামের একটি সংরক্ষিত বনাঞ্চলে দেখা মিলেছে একটি পূর্ণবয়স্ক চিতাবাঘের। সম্প্রতি দিনের আলোয় তোলা এই বিরল প্রাণীর ছবি ধরা পড়ে একটি ক্যামেরা ফাঁদে। বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করা একটি বেসরকারি সংস্থা বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো প্রকাশ করে।

ছবিতে দেখা যায়, ঘন সবুজ বনাঞ্চলের আড়াল থেকে বেরিয়ে একটি চিতাবাঘ ফাঁকা জায়গায় নিশ্চিন্তে দাঁড়িয়ে আছে। যদিও ছবিতে বাঘটির লিঙ্গ শনাক্ত করা যায়নি, তবে এটি একটি সুস্থ ও পরিপূর্ণ বয়স্ক প্রাণী বলেই ধারণা করছেন বিশেষজ্ঞরা।

এই দৃশ্যের প্রকাশ্যে আসার পর পার্বত্য চট্টগ্রামের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করেন, কেবল সংরক্ষণ উদ্যোগ নয়, স্থানীয় সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এই দুর্লভ প্রাণীটির টিকে থাকা সম্ভব নয়। তাই মানুষের সঙ্গে বাঘের সহাবস্থান নিশ্চিত করতে সংস্থাটি মাঠ পর্যায়ে নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ধারণা করছেন, ছবির লোকেশন বান্দরবানের কোনো বনাঞ্চল, বিশেষ করে চিম্বুক, মোদক বা রেং তলাং রেঞ্জের গভীর অরণ্য হতে পারে। স্থানীয়রা জানান, এসব বনে প্রায়ই দেখা মেলে বানর, মেছোবাঘ, ধূসর বনমোরগ ও সবুজ বোড়া সাপসহ নানা বন্যপ্রাণীর।

চিতাবাঘের এমন উপস্থিতি পাহাড়ি অঞ্চলের জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব আবারও সামনে নিয়ে এসেছে।

Link copied!