বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫

ক্ষতিপূরণ চাইলেন ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত ৩৯ হাজার ইসরায়েলি

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : জুন ২৫, ২০২৫, ০৯:২৪ পিএম

ক্ষতিপূরণ চাইলেন ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত ৩৯ হাজার ইসরায়েলি

ইরান-ইসরায়েলের মধ্যকার ১২ দিনের দীর্ঘ সংঘর্ষ শেষ মঙ্গলবার ভোর থেকে কার্যকর হয়েছে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত যুদ্ধবিরতি।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করে তারা প্রায় ৩৯ হাজার আবেদন পেয়েছে।

ইসরায়েলি দৈনিক ইদিয়ত আহরোনোতের বরাতে  বুধবার আনাদুলু এজেন্সি জানিয়েছে, ইসরায়েলি কর দপ্তরের অধীনস্থ ক্ষতিপূরণ তহবিলে এখন পর্যন্ত ৩৮ হাজার ৭০০টি আবেদন জমা পড়েছে। এই দাবিগুলোর মধ্যে রয়েছে—ভবনের ক্ষতির জন্য ৩০ হাজার ৮০৯টি আবেদন, যানবাহনের ক্ষতির জন্য ৩ হাজার ৭১৩টি এবং যন্ত্রপাতি ও অন্যান্য সামগ্রীর ক্ষতির জন্য ৪ হাজার ৮৫টি আবেদন।
গণমাধ্যমটির মতে, ধারণা করা হচ্ছে, আরও হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যেগুলোর জন্য এখনো কোনো আবেদন জমা দেওয়া হয়নি।
ইসরায়েলি ওয়েবসাইট বেহাদ্রেই হারেদিম জানিয়েছে, শুধু তেল আবিব অঞ্চল থেকেই ২৪ হাজার ৯৩২টি এবং দক্ষিণের শহর আশকেলন থেকে ১০ হাজার ৭৯৩টি দাবি জমা পড়েছে।

তবে ক্ষতিপূরণের সম্ভাব্য আর্থিক পরিমাণ সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক হিসাব প্রকাশ করা হয়নি।

১৩ জুন থেকে ইসরায়েল ইরানের বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা শুরু করে। ইসরায়েলের অভিযোগ, ইরান পারমাণবিক বোমা তৈরির দ্বারপ্রান্তে রয়েছে, যদিও তেহরান তা জোরালোভাবে অস্বীকার করেছে।

তবে ইসরায়েলি হামলার জবাবে ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। গত রোববার যুক্তরাষ্ট্রও সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ে এবং ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় ইসরায়েল ও ইরানের মধ্যে ‍‍`যুদ্ধবিরতির‍‍` কথা জানান। মঙ্গলবার থেকে তা কার্যকর হয়।

Link copied!