শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

ইন্টারনেটে ভাইরাল মেট্রোরেলের ‘ভাঙা পিলারের’ ফেইক ছবি

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : জুন ৫, ২০২৫, ০৪:৩৫ পিএম

ইন্টারনেটে ভাইরাল মেট্রোরেলের ‘ভাঙা পিলারের’ ফেইক ছবি

ছবি: রুমর স্ক্যানার বিডি

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মেট্রোরেল পিলারের ছবি ভাইরাল হয়েছে, যেখানে পিলারের উপরের অংশে ফাটল ও একটি বড় গর্ত দেখা যায়। ছবিটি ছড়িয়ে পড়ার পর জনমনে উদ্বেগ সৃষ্টি হয়। অনেকেই দাবি করেছেন, ছবিটি শেওড়াপাড়ার ‘জয় বাংলা পিলার সামলা’ এলাকার বলে।

তবে অনুসন্ধানে দেখা গেছে, ছবিটি বাস্তব নয়। রিভার্স ইমেজ সার্চে এমন কোনো নির্ভরযোগ্য গণমাধ্যম বা উৎসে ছবির সত্যতা মেলেনি। বরং, ‘সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাসরুম’ নামের একটি ফেসবুক পেজে একই ধরনের একটি ছবি ফাটল সংক্রান্ত আলোচনার জন্য পোস্ট করা হয়েছে, যেখানে স্পষ্ট কোনো ভাঙা অংশ নেই।

আরও তদন্তে ‘বাংলাদেশ মেট্রো রেলওয়ে ইনফরমেশন’ নামের একটি ফেসবুক গ্রুপে পাওয়া একটি মন্তব্যে ‍‍`সাজ্জাদ হোসেন‍‍` নামের ব্যবহারকারী স্বীকার করেছেন যে ছবিটি তিনি নিজেই এডিট করে মজার ছলে পোস্ট করেছিলেন। এরপর সেই ছবি ভুলভাবে অনেকেই সত্যি ভেবে ছড়িয়ে দিয়েছেন।

মেট্রোরেল কর্তৃপক্ষের সংশ্লিষ্ট স্থান সরেজমিন পরিদর্শনে জানা গেছে, ওই পিলারে কোনো ধরনের ফাটল বা গর্ত নেই।

সুতরাং, ভাইরাল হওয়া মেট্রোরেলের ‘ভাঙা পিলারের’ ছবি সম্পূর্ণ ভুয়া এবং প্রযুক্তির সাহায্যে এডিট করা।

Link copied!