প্রকাশিত: : এপ্রিল ২৮, ২০২৫, ০৭:০১ পিএম
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর’। সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আব্দুল্লাহ আল খায়রুমের স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের ১২ ডিসেম্বর ২০২৪ তারিখে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তের আলোকে সরকার এই নতুন অধিদপ্তর প্রতিষ্ঠা করেছে, যা অবিলম্বে কার্যকর হবে।
এর আগে, গত মাসের ২৮ তারিখে জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর গঠনের ঘোষণা দেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। দীর্ঘদিন ধরে দাবি থাকলেও এবার আনুষ্ঠানিকভাবে অধিদপ্তরটি প্রতিষ্ঠিত হলো, যা জুলাই মাসের গণ-অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ এবং শহীদ ও আহতদের পুনর্বাসনের কাজ করবে।
গত বছরের ডিসেম্বর মাসে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীকের সভাপতিত্বে এক আন্তঃমন্ত্রণালয় সভায় সিদ্ধান্ত হয় যে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পথপ্রদর্শক হিসেবে বিবেচিত জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ও ইতিহাস সংরক্ষণে আলাদা অধিদপ্তর গঠিত হবে। সেই সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবেই এখন ‘জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর’ গঠিত হলো।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধিদপ্তরটির মূল উদ্দেশ্য হবে জুলাই মাসের গণ-অভ্যুত্থানের ইতিহাস ও স্মৃতি সংরক্ষণ, শহীদদের পরিবারের এবং আহত ছাত্র-জনতার পুনর্বাসন নিশ্চিত করা এবং গণ-অভ্যুত্থানের আদর্শ ও চেতনাকে রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে সুপ্রতিষ্ঠিত করা।
সরকার মনে করে, জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে জুলাই গণ-অভ্যুত্থানকে যথাযোগ্য মর্যাদা দেওয়া এবং এর আদর্শকে ভবিষ্যত প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া প্রয়োজন। নতুন এই অধিদপ্তরের কার্যক্রম সেই লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।