রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

নিলামে উঠছে ফর্মুলা ওয়াল রেসের মাইকেল শুমাখারের আইকনিক ফেরারি গাড়ি

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : এপ্রিল ৭, ২০২৫, ০৬:৩১ পিএম

মর্যাদাপূর্ণ ফর্মুলা ওয়ান বা এফ ওয়ান রেসগুলোর একটি মোনাকোর গ্রাঁ প্রি। প্রতি বছর অসংখ্য দর্শক আগ্রহ নিয়ে অপেক্ষা করে এ আয়োজনের।

নিলামে উঠছে ফর্মুলা ওয়াল রেসের মাইকেল শুমাখারের আইকনিক ফেরারি গাড়ি

মাইকেল শুমাখারের আইকনিক ফেরারি গাড়ি এবার নিলামে উঠছে মোনাকো গ্রাঁ প্রিতে—যা হতে যাচ্ছে ফর্মুলা ওয়ান ইতিহাসের এক বিশেষ মুহূর্ত। মর্যাদাপূর্ণ এই রেস আয়োজনের অন্যতম বড় চমক হিসেবে ধরা দিচ্ছে ফেরারি এফ২০০১, চেসিস ২১১, যা কিংবদন্তি রেসার শুমাখারকে এনে দিয়েছিল তার চতুর্থ বিশ্ব চ্যাম্পিয়নশিপ। এবারই প্রথমবারের মতো মোনাকো গ্রাঁ প্রিতে কোনো এফ ওয়ান কার নিলামে তোলা হচ্ছে।

ফেরারিটি ২৩ মে থেকে এফওয়ানের এক্সক্লুসিভ প্যাডক ক্লাবে প্রদর্শিত হবে, আর ২৪ মে বিকেলে নিলামে অংশ নেবেন সংগ্রাহকরা। এই গাড়িটির মোনাকো জয় এবং হাঙ্গেরিয়ান গ্রাঁ প্রিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করাই এটিকে মোটরস্পোর্টসের ইতিহাসে একটি অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

নিলামটি আয়োজন করছে সদবি’স, এবং প্রতিষ্ঠানটির সেলস ডিরেক্টর অগাস্টিন সাবাতিয়ে-গারাট বলেন, “মোনাকো জয়ই এই ফেরারিকে অনন্য করে তুলেছে। বিশ্ব চ্যাম্পিয়নশিপ জয় এটিকে মোটরস্পোর্টস কিংবদন্তিতে পরিণত করেছে।”

উল্লেখযোগ্য বিষয় হলো, নিলাম থেকে প্রাপ্ত অর্থের একটি অংশ দান করা হবে ‘কিপ ফাইটিং ফাউন্ডেশন’-এ, যা প্রতিষ্ঠিত হয়েছে মাইকেল শুমাখারের জীবনদর্শন ও সামাজিক দায়বদ্ধতা থেকে অনুপ্রাণিত হয়ে। ২০১৩ সালের এক স্কি দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর থেকে শুমাখার জনসমক্ষে আসেননি, তবে তার পরিবার ও টিম চান—তাঁর সংগ্রামী মনোভাব যেন মানুষের মাঝে ছড়িয়ে পড়ে। সেই লক্ষ্যে কাজ করছে ফাউন্ডেশনটি, যা শিক্ষা, ক্রীড়া, চিকিৎসা ও সমাজসেবামূলক প্রকল্পে সহায়তা দিয়ে যাচ্ছে।

এই নিলাম শুধু একটি আইকনিক গাড়ির মালিকানা বদলের ঘটনা নয়—এটি হয়ে উঠেছে শুমাখারের প্রতি শ্রদ্ধা ও মানবিকতার বার্তা ছড়িয়ে দেওয়ার এক অনন্য উদ্যোগ।

Link copied!