পুরান ঢাকার ধোপারা শত প্রতিকূলতার মাঝে আজও ঐতিহ্যবাহী পেশাটিকে টিকিয়ে রেখেছেন। তবে বর্তমানে কঠিন হয়ে যাচ্ছে তাদের জীবন ও জীবিকা।\r\n\r\nযদিও বুড়িগঙ্গার ধোপাঘাট একসময় ছিল সেখানকার অবিচ্ছেদ্য অংশ। কিন্তু সময়ের সাথে সাথে পেশাটি প্রায় নিশ্চিহ্নের পথে। সেক্ষেত্রে হয়তো পেশাটি একদিন পুরোপুরি হারিয়ে যাবে। কিন্তু ধোপাদের কঠোর পরিশ্রম ও জীবনসংগ্রামের গল্প রয়ে যাবে ইতিহাসের পাতায়।\r\n\r\n তথ্যচিত্র ও ভিডিও সম্পাদনা: মোঃ ইমরান শরীফ