প্রকাশিত: : মে ৭, ২০২৫, ০৩:৫৭ পিএম
বলিউডের কিং খান শাহরুখ খান প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালায় অংশগ্রহণ করেছেন। ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের সঙ্গে এই অভূতপূর্ব উপস্থিতি এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে। ৬ মে টাইম ম্যাগাজিনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, শাহরুখ খান মেট গালায় অত্যন্ত স্মরণীয় এক পোশাক পরে হাজির হন।
প্রতিবেদনে বলা হয়, শাহরুখের অনুরাগীরা উত্তেজনা নিয়ে অপেক্ষা করছিলেন, তিনি রেড কার্পেটে কী পরবেন এবং কেমন করে সাজবেন। নিউইয়র্ক সিটির মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টে শাহরুখের এন্ট্রি ছিল রাজকীয়—তিনি পরেছিলেন ব্ল্যাক স্যুট, লং কোট, হাতে একটি লাঠি এবং গলায় স্টেটমেন্ট নেকপিস। ৫৯ বছর বয়সী এই অভিনেতার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, যা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছিল।
এটি ছিল মেট গালায় প্রথম কোনো ভারতীয় পুরুষ অভিনেতার অংশগ্রহণ, এবং শাহরুখ খান এক বিশেষ মুহূর্তে ইতিহাস গড়লেন। শাহরুখের গলায় ছিল একটি ‘K’ লকেট, এবং তার হাতের ছড়ির বাঘের মুখ ও গলার লকেট তার লুককে আরও বিশেষ করে তুলেছিল। এবারের মেট গালার থিম ছিল ‘সুপারফাইন টেইলরিং ব্ল্যাক স্টাইল’, এবং এতে সব্যসাচী মুখোপাধ্যায় নিখুঁতভাবে শাহরুখকে সাজিয়েছিলেন।