প্রকাশিত: : মে ১২, ২০২৫, ০৩:১৯ পিএম
৩০ সেঞ্চুরিতে ভারতের অন্যতম সফল টেস্ট ব্যাটার কোহলি।
টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন ভারতীয় ক্রিকেটের তারকা ব্যাটার ভিরাট কোহলি। ভারতের অন্যতম সফল টেস্ট ব্যাটার এবং ৩০টি সেঞ্চুরির মালিক কোহলি অবশেষে তার টেস্ট যাত্রার ইতি টানলেন। এর মাধ্যমে ক্রিকেট বিশ্বের এক যুগান্তকারী অধ্যায়ের সমাপ্তি হলো। বিসিসিআই অনেক চেষ্টা করলেও, কোহলি তার সিদ্ধান্তে অটল থেকে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। তার এই ঘোষণায় বিশ্ব ক্রিকেটের কোটি কোটি ভক্তের মন ভেঙেছে।
সোমবার (১২ মে) কোহলি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এ সিদ্ধান্তের কথা জানিয়ে লেখেন, "১৪ বছর আগে প্রথম টেস্ট ক্রিকেটের নীল ব্যাগি টুপি পড়েছিলাম। সত্যি বলতে তখন জানতাম না, ক্রিকেটের এই ফরম্যাট আমাকে কতটা এগিয়ে নিয়ে যাবে। কল্পনাও করিনি। এই ফরম্যাট আমার পরীক্ষা নিয়েছে, আমাকে তৈরি করেছে, আমাকে শিক্ষা দিয়েছে। সারা জীবন এই শিক্ষা বহন করব।"
তিনি আরও বলেন, "সাদা পোষাকে খেলার মধ্যে কিছু ব্যক্তিগত গভীর বিষয় থাকে। শান্ত পরিবেশ, দীর্ঘ সময় খেলা, ছোট ছোট মুহূর্তগুলো কেউ দেখতে পায় না। তবে এগুলো চিরকাল আমার সঙ্গে থাকবে। সাদা জার্সিতে খেলার মধ্যে একটা গভীর ব্যক্তিগত অনুভূতি আছে। নিঃশব্দ পরিশ্রম, দীর্ঘ দিনের লড়াই, এমন সব ছোট ছোট মুহূর্ত যা কেউ দেখে না, কিন্তু মনের গভীরে চিরদিন থেকে যায়।"
কোহলি তার পোস্টে আরও লেখেন, "আমি যখন এই ফরম্যাট থেকে সরে দাঁড়াচ্ছি, এটা সহজ নয়—তবে মনে হচ্ছে এটাই সঠিক সময়। আমি এই খেলায় আমার সবটুকু দিয়েছি। এটা আমাকে তার চেয়েও অনেক বেশি ফিরিয়ে দিয়েছে। আমি কৃতজ্ঞতায় পূর্ণ এক হৃদয় নিয়ে সরে দাঁড়াচ্ছি এই খেলা থেকে। সতীর্থ এবং প্রত্যেকটি মানুষের জন্য যারা আমাকে এই যাত্রায় মূল্যবান অনুভব করিয়েছেন। আমি সবসময় হাসিমুখেই আমার টেস্ট ক্যারিয়ারকে স্মরণ করবো।"
ভিরাট কোহলির টেস্ট যাত্রা শুরু হয়েছিল ২০১১ সালে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিংস্টনে। এডিলেডে তিনি ১১৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে তার প্রথম টেস্ট সেঞ্চুরি পান। পরবর্তীতে তিনি টেস্ট অধিনায়ক হন এবং তার অধীনে ৬৮ টেস্টে ভারত ৪০টি ম্যাচ জিতেছে, যা কোহলিকে ভারতের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক করে তুলেছে।
টেস্ট ক্রিকেটে কোহলি ১২৩ ম্যাচে ৪৬.৮৫ গড়ে ৯,২৩০ রান করেছেন, যেখানে তার সেরা সংগ্রহ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অপরাজিত ২৫৪ রান। টেস্টে ৩০ সেঞ্চুরির মধ্যে তার ৭টি ডাবল সেঞ্চুরি, যা কোনো ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ। অধিনায়ক হিসেবেও কোহলি ২০টি সেঞ্চুরি করেছেন, যা তার সর্বোচ্চ রেকর্ড।