মঙ্গলবার, ০৬ জানুয়ারি, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আর্চারি ট্রেইনিং প্রোগ্রাম শুরু

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : জানুয়ারি ৪, ২০২৬, ০১:১৯ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবার ফ্রি ও উন্মুক্ত আর্চারি ট্রেইনিং প্রোগ্রাম চালু হয়েছে, যা শিক্ষার্থীদের মাঝে খেলাধুলাভিত্তিক সচেতনতা ও ক্যাম্পাস স্পোর্টস কার্যক্রমকে নতুন গতি দিচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আর্চারি ট্রেইনিং প্রোগ্রাম শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে আর্চারি ট্রেইনিং প্রোগ্রাম চালু হয়েছে। এই প্রশিক্ষণ কার্যক্রমটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্য সম্পূর্ণ ফ্রি এবং উন্মুক্ত।

শিক্ষার্থীদের মাঝে খেলাধুলাভিত্তিক সচেতনতা বৃদ্ধি ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্পোর্টস ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় স্পোর্টস ক্লাবের প্রচারণার অংশ হিসেবে উক্ত সংগঠনের ব্যানারে এই আর্চারি ট্রেইনিং প্রোগ্রামটি পরিচালনা করা হচ্ছে।

এই আর্চারি ট্রেইনিং প্রোগ্রামটির আয়োজক জহিন ফেরদৌস জামি (২১–২২), আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ এবং ডাকসুর ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী ছিলেন। সার্বিক সহযোগিতায় রয়েছেন এম এন সাদিক।

প্রোগ্রামটির ট্রেইনার হিসেবে রয়েছেন বিকেএসপির ন্যাশনাল মেডেলিস্ট ও অভিজ্ঞ আর্চারি কোচ মোহাম্মদ আশরাফ। প্রশিক্ষণ কার্যক্রমটি প্রতি শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল ফিল্ডের সুইমিং পুল সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হচ্ছে।

শিক্ষার্থীদের অংশগ্রহণ সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে ছেলে ও মেয়েদের জন্য আলাদা সময়সূচি নির্ধারণ করা হয়েছে—

সকাল ৯টা থেকে ১০টা: মেয়েদের জন্য
সকাল ১০টা থেকে ১১টা: ছেলেদের জন্য

প্রথম দিনেই এই আর্চারি ট্রেইনিং প্রোগ্রামে শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পাওয়া গেছে। বিপুল সংখ্যক শিক্ষার্থী আগ্রহ ও উদ্দীপনার সঙ্গে আর্চারি শেখার জন্য অংশগ্রহণ করেন, যা ক্যাম্পাসে নতুন খেলাধুলাভিত্তিক উদ্যোগের প্রতি শিক্ষার্থীদের আগ্রহের প্রতিফলন।

Link copied!