বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর, ২০২৫

ঈদগাঁওয়ে তৌহিদী জনতার ঘেরাওয়ের মুখে ‘ঢাকাইয়া মেলা’ বন্ধ

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : ডিসেম্বর ৪, ২০২৫, ০৫:০৬ পিএম

কক্সবাজারের ঈদগাঁওয়ে বঙ্কিম বাজার–আলমাছিয়া মাদ্রাসা সড়কে চলমান ‘ঢাকাইয়া মেলা’ তৌহিদী জনতার বিক্ষোভে বন্ধ হয়ে গেছে। ধর্মীয় আপত্তি, অনিয়মের অভিযোগ ও প্রশাসনের নীরবতার সমালোচনায় উত্তাল স্থানীয়রা।

ঈদগাঁওয়ে তৌহিদী জনতার ঘেরাওয়ের মুখে ‘ঢাকাইয়া মেলা’ বন্ধ

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার বঙ্কিম বাজার–আলমাছিয়া মাদ্রাসা সড়কে চলমান ‘ঢাকাইয়া মেলা’ তৌহিদী জনতার বিক্ষোভ ও ঘেরাওয়ের মুখে বন্ধ হয়ে গেছে।

রোববার (৩০ নভেম্বর) আসরের নামাজের পর মুসল্লিরা মেলাস্থলে অগ্রসর হলে আয়োজকেরা সটকে পড়েন। এতে স্টল ভাড়া নেওয়া ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন বলে অভিযোগ রয়েছে।

বিক্ষোভকারীরা জানান, ধর্মপ্রাণ মুসল্লিদের আপত্তি সত্ত্বেও প্রায় এক সপ্তাহ ধরে মেলাটি চলছে। আসরের নামাজের পর তারা মসজিদ থেকে মিছিল নিয়ে মেলার দিকে গেলে আয়োজকেরা পালিয়ে যান। পরে মুসল্লিরা স্টল মালিকদের মালামাল সরিয়ে নেওয়ার সময় দেন এবং সড়কের পাশে অবস্থান নেন। এ সময় তারা মেলার ব্যানার–ফেস্টুন নামিয়ে ফেলেন।

এর আগের দিন তৌহিদী জনতা রোববার দুপুর ১২টার মধ্যে মেলা বন্ধের আল্টিমেটাম দেন। রাতেই আয়োজক দাবি করা মো. কায়ছার নামের এক যুবক মেলা বন্ধের ঘোষণার কথা জানিয়ে এলাকা ছাড়েন। কিন্তু সময়সীমা পেরিয়েও মেলা না সরানোয় মুসল্লিরা ক্ষুব্ধ হয়ে ওঠেন।

স্থানীয় কয়েকজনের অভিযোগ, মেলার আড়ালে ডিজিটাল জুয়া, নারী–পুরুষের অবাধ বিচরণসহ অনৈতিক কার্যকলাপ চলছিল। তাঁরা দাবি করেন, উপজেলা ও থানা প্রশাসন এ বিষয়ে নীরব ভূমিকা পালন করায় মেলাটি সপ্তাহজুড়ে চলতে পেরেছে।

মেলাস্থল সংলগ্ন এলাকায় আলমাছিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসাসহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। পরীক্ষাকালীন সময়ে প্রতিদিনের যানজট ও জনদুর্ভোগ শিক্ষার্থী–অভিভাবকদের ভোগান্তিতে ফেলেছে বলে স্থানীয়রা জানান।

Link copied!