বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

বিশ্বমঞ্চে বাংলাদেশ ‘পাওয়ার অব ফ্যামিলি প্ল্যানিং অ্যাওয়ার্ড’ পেল রেডঅরেঞ্জ

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : নভেম্বর ১১, ২০২৫, ০৩:৪৫ পিএম

ডাচ-বাংলাদেশি প্রতিষ্ঠান রেডঅরেঞ্জ কমিউনিকেশনস বোগোটায় অনুষ্ঠিত আন্তর্জাতিক ফ্যামিলি প্ল্যানিং সম্মেলন (ICFP) ২০২৫-এ পরিবার পরিকল্পনা ও সামাজিক পরিবর্তনে উদ্ভাবনী কাজের স্বীকৃতি হিসেবে অর্জন করেছে মর্যাদাপূর্ণ ‘পাওয়ার অব ফ্যামিলি প্ল্যানিং অ্যাওয়ার্ড’।

বিশ্বমঞ্চে বাংলাদেশ  ‘পাওয়ার অব ফ্যামিলি প্ল্যানিং অ্যাওয়ার্ড’ পেল রেডঅরেঞ্জ

আন্তর্জাতিক ফ্যামিলি প্ল্যানিং সম্মেলন ICFP ২০২৫-এ ‘পাওয়ার অব ফ্যামিলি প্ল্যানিং অ্যাওয়ার্ড’ পেল রেডঅরেঞ্জ।

ডাচ-বাংলাদেশি প্রতিষ্ঠান রেডঅরেঞ্জ কমিউনিকেশনস পরিবার পরিকল্পনা ও সামাজিক পরিবর্তনে তাদের উদ্ভাবনী কাজের জন্য বিশ্ব মঞ্চে সম্মানিত হয়েছে। সম্প্রতি বোগোটায় অনুষ্ঠিত আন্তর্জাতিক ফ্যামিলি প্ল্যানিং সম্মেলন (আইসিএফপি) ২০২৫-এ সংস্থাটি অর্জন করেছে মর্যাদাপূর্ণ ‍‍`পাওয়ার অব ফ্যামিলি প্ল্যানিং অ্যাওয়ার্ড‍‍` ।

এই মর্যাদাপূর্ণ ‘পাওয়ার অব ফ্যামিলি প্ল্যানিং অ্যাওয়ার্ড’ প্রদান করা হয় যার প্রজনন স্বাস্থ্য নিয়ে কাজ করে সমাজের বিভিন্ন খাতে ইতিবাচক প্রভাব তৈরি করা সংগঠনগুলোকে । এ বছর বিশ্বের মোট ১১টি প্রতিষ্ঠান এ সম্মাননা অর্জন করেছে, যার মধ্যে রেডঅরেঞ্জ একমাত্র বাংলাদেশি সংস্থা হিসেবে পুরস্কৃত হয়েছে।

রেডঅরেঞ্জ উদ্ভাবিত “৫ ফর ১” সামাজিক ও আচরণগত পরিবর্তন যোগাযোগ (SBCC) মডেল এই আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে।  এই মডেলটি দেখিয়েছে , সামাজিক ও আচরণগত পরিবর্তন তখনই বদলায়, যখন পাঁচটি শক্তি একত্রে কাজ করে একটি লক্ষ্যকে ঘিরে-  লক্ষ্যভিত্তিক যোগাযোগ, কমিউনিটির অংশগ্রহণ,  স্বাস্থ্য ব্যবস্থা সহায়তা, ব্যবসা ও প্রতিষ্ঠানকেও কাজে লাগানো, কম খরচ ও উদ্ভাবন। রেডঅরেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক অর্ণব চক্রবর্তী বলেন,

“ICFP ২০২৫ এ এই স্বীকৃতি পেয়ে আমরা গভীরভাবে সম্মানিত। আমি আমাদের টিম নিয়ে গর্বিত। আমরা সবসময় বিশ্বাস করেছি, পরিবর্তনের সূচনা হয় তখনই যখন আমরা মন দিয়ে মানুষের কথা শুনি এবং তাদের প্রতি সহানুভূতিশীল হই। এই পুরস্কার প্রমাণ করে যে, আমরা একসঙ্গে কাজ করলে যোগাযোগ সত্যিই জীবন বদলে দিতে পারে।”

‘পাওয়ার অব ফ্যামিলি প্ল্যানিং অ্যাওয়ার্ড’ এমন প্রতিষ্ঠানগুলোকে দেওয়া হয় যারা স্বাস্থ্য, সমতা ও সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে নতুন উদ্ভাবন নিয়ে কাজ করছে। এটি দেখায় কীভাবে পরিবার পরিকল্পনা সামগ্রিক কল্যাণ, অধিকার ও সহনশীলতার ভিত্তি হিসেবে কাজ করতে পারে।

এই স্বীকৃতি রেডঅরেঞ্জকে আরও এগিয়ে নিয়ে যাবে। বাংলাদেশসহ অন্য দেশগুলোতে তারা মানুষের আচরণগত বিজ্ঞান, গল্প বলার কৌশল এবং নতুন পদ্ধতি ব্যবহার করে জটিল উন্নয়নের সমস্যাগুলো সমাধান করতে কাজ চালিয়ে যাবে।

 

Link copied!