প্রকাশিত: : জুলাই ৩, ২০২৫, ১১:০৯ পিএম
জনদুর্ভোগ ও জানমালের ক্ষতিসাধন সৃষ্টিকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (৩ জুলাই) ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে এক প্রেস ব্রিফিংয়ে এ হুঁশিয়ারি দেন মিলিটারি অপারেশনসের পরিচালক কর্নেল স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম।
সংবাদ সম্মেলনে কর্নেল শফিকুল ইসলাম জানান, মব ভায়োলেন্স বা গণহিংসার মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করলে সেনাবাহিনী কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। সাবেক প্রধান নির্বাচন কমিশনারকে হেনস্তার ঘটনায় চিহ্নিত ছয়জনের একজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
চট্টগ্রামের পটিয়ার সাম্প্রতিক ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, ঘটনার পরপরই সেনাবাহিনী দ্রুত সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের অবরোধ তুলে নিয়ে জনদুর্ভোগ কমায়। ভবিষ্যতেও সেনাবাহিনীর এই ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।
কুমিল্লার মুরাদনগরে নারী ধর্ষণের ঘটনায় কর্নেল শফিকুল ইসলাম বলেন, নির্যাতনের ভিডিও ছড়িয়ে পড়ার পর স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে অভিযানে অংশ নেয় সেনাবাহিনী। গ্রেপ্তার করা হয়েছে মূল আসামি ফজর আলীসহ ভিডিও ধারণে জড়িত আরও চারজনকে। ভুক্তভোগী পরিবারকে নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে কাজ করছে সেনাবাহিনী।
তিনি আরও জানান, পার্বত্য চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় সেনাবাহিনী নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষায় অভিযান পরিচালনা করছে। গুম সংক্রান্ত অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ডেপুটেশনে থাকা সেনা সদস্যরাও সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকেন। তদন্তে যদি কোনো সদস্যের সংশ্লিষ্টতা প্রমাণিত হয়, তাহলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।